Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ নভেম্বর, ২০১৮ ০০:২১
নিহতদের স্মরণ সিডর দিবসে
বাগেরহাট ও বরগুনা প্রতিনিধি

বাগেরহাট ও বরগুনায় নানা আয়োজনে গতকাল পালিত হয়েছে সিডর দিবস । ২০০৭ সালের ১৫ নভেম্বর উপকূলীয় জনপদ লণ্ডভণ্ড করে দেয় সুপার সাইক্লোন সিডর। এতে শুধু এই দুই জেলায় নিহত হয়েছিলেন দুই হাজার ৩৪৫ জন মানুষ। বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালীতে নিহতদের রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম, স্মরণসভা ও বলেশ্বর নদীর ভাঙন বন্ধের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সব অনুষ্ঠানে সিডরের নিহতদের স্বজনরা অংশ নেন। বরগুনা প্রেস ক্লাব চত্বর থেকে শোকর‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠন ও সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সবশেষে গর্জনবুনিয়া গণকবরে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

এই পাতার আরো খবর
up-arrow