শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

ছাত্রলীগের বিক্ষোভ

বিএনপির আগুন সন্ত্রাস ও আসছে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ শহর ছাত্রলীগ। শহর ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। পরে নগরীর জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বক্তারা অভিযোগ করে বলেন, গত বুধবার নয়াপল্টনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যে তাণ্ডব চালিয়েছে এবং পুলিশের ভ্যানে আগুন দিয়েছে, এটা তাদের ঐতিহ্যগত চরিত্র। —ময়মনসিংহ প্রতিনিধি

বালু জব্দ

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ঘাসের মাঠ এলাকায় কয়েকমাস ধরে আবাদি জমি বিলীন করে ৫০ থেকে ৬০ ফুট গভীর করে খনন করে বালু উত্তোলন করেছেন ওই এলাকার কয়েকজন অসাধু বালু ব্যবসায়ী। ফলে এলাকার পার্শ্ববর্তী জমি ধসের আশঙ্কাসহ পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটছিলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ৩টি ড্রাম ডেজার বিনষ্ট ও উত্তোলন করা এক লাখ ৩৯ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। —মেহেরপুর প্রতিনিধি

উত্ত্যক্ত করায় আটক ৫

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা মেয়েদের শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করায় পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আটকরা হলেন- বদলগাছী উপজেলার উত্তর রামপুর গ্রামের মনিরুল ইসলাম (১৬), দেবরাইল গ্রামের তারেক মনোয়ার (১৫), জয়পুরহাট জেলার পার্বতীপুর গ্রামের নয়ন হোসেন (১৭), নুরপুর গ্রামের আল এলাহী বারী (১৬) এবং ভগবানপুর গ্রামের জাকির হোসেন (১৫)।—নওগাঁ প্রতিনিধি

আটঘরিয়ায় ডাকাতি

পাবনার আটঘরিয়ার কদমডাঙ্গা গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দলের সদস্যরা বাড়ির গৃহকর্তাকে কুপিয়ে আহত করে নগদ ৩ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাত দলের মারপিটে বাড়ির গৃহকর্তাসহ দুই জন আহত হয়েছে।  বুধবার দিবাগত রাতে উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের ব্যবসায়ী নুরুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।—পাবনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর