রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা শিবিরে কলেরা টিকা ক্যাম্পেইন

কক্সবাজার প্রতিনিধি

চতুর্থ রাউন্ডে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩০টি রোহিঙ্গা ক্যাম্পে কলেরা টিকা খাওয়ানো হচ্ছে। এবার টিকা পাচ্ছেন দুই লাখ ২৫ হাজার জন। পাশাপাশি রোহিঙ্গা শিবিরের আশপাশে অবস্থিত এক লাখ ৫ হাজার স্থানীয় জনগোষ্ঠীকেও এই টিকা খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। উখিয়ার বালুখালী ময়নাঘোনা রোহিঙ্গা শিবির স্বাস্থ্যকেন্দ্রে গতকাল ক্যাম্পেইন-এর উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. আবুল কাশেম। সভাপতিত্ব করেন কক্সবাজার সিভিল সার্জন ডা. আব্দুল মতিন। রোহিঙ্গা ক্যাম্পে গত বছরের অক্টোবর ও নভেম্বরে এবং চলতি বছরের মে মাসে তিনটি ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। নতুন আসা রোহিঙ্গা, যেসব শিশু এক বছর পূর্ণ হয়েছে এবং যারা এক ডোজ পেয়েছেন তাদের চতুর্থ রাউন্ডে টিকা খাওয়ানো হবে। যারা ২ ডোজ পেয়েছেন তাদের আর খাওয়ানোর প্রয়োজন নেই।

সর্বশেষ খবর