রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ার ছিটকীবাড়ী গ্রামে গতকাল সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্তিক ঢালী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কার্তিক ওই গ্রামের কান্তি চন্দে র ছেলে। এদিকে কক্সবাজারের চকরিয়ার মাইজঘোনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন  ফরহাদ (২২) নামে এক যুবক। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। ফরহাদ মাইজঘোনা এলাকার আবুল হোসেনের ছেলে।— প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গা শিবিরে কলেরা টিকা ক্যাম্পেইন

চতুর্থ রাউন্ডে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩০টি রোহিঙ্গা ক্যাম্পে কলেরা টিকা খাওয়ানো হচ্ছে। এবার টিকা পাচ্ছেন দুই লাখ ২৫ হাজার জন। পাশাপাশি রোহিঙ্গা শিবিরের আশপাশে অবস্থিত এক লাখ ৫ হাজার স্থানীয় জনগোষ্ঠীকেও এই টিকা খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। —কক্সবাজার প্রতিনিধি

সাংবাদিককে মারধর

উত্ত্যক্তের প্রতিবাদ করায় সংবাদ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আহত সাংবাদিক রাব্বি হাসান সবুজ দৈনিক যুগান্তরের রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিমদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।

—নিজস্ব প্রতিবেদক, রংপুর

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর