সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রংপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইকের চার যাত্রীর

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত আরও ৬

প্রতিদিন ডেস্ক

রংপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইকের চার যাত্রীর। এছাড়া বরিশাল, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ছয়জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

রংপুর : সদর উপজেলার লাহিড়িরহাট এলাকায় গতকাল সকালে ট্রাকচাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— বদরগঞ্জের বৈরামপুর এলাকার মোশারফ হোসেন (৬৫) ও বাদশা মিয়া (৪৫)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার সকালে বদরগঞ্জ থেকে একটি ইজিবাইক রংপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইককে চাপা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিতহ হন তিনজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। পুলিশ ট্রাকটি আটক করলেও পালিয়ে যায় চালক-সহকারী। বরিশাল : উজিরপুরের নতুন শিকারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের পাশে শনিবার রাতে একটি ট্রাকে পাটখড়ি বোঝাই করছিলেন শ্রমিকরা। এ সময় হানিফ এন্টারপ্রাইজের বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের হেলপার আবদুল্লাহ। আহত হন বাসের ১০ যাত্রী। আবদুল্লাহ ফরিদপুরের বপিনাগপুর গ্রামের সানু মিয়ার ছেলে। এদিকে বাকেরগঞ্জের রহমগঞ্জে গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন। তারা হলেন— মোটরসাইকেল চালক মামুন ও পথচারী নুরু খন্দকার। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদে গতকাল সকালে পিকআপ ভ্যানচাপায় দুই যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন— সয়দাবাদ ইউপির পোড়াবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩২) ও আনোয়ার হোসেনের ছেলে শামীম (২০)। দুজনই সয়দাবাদ পাওয়ার প্লান্ট কেন্দে র শ্রমিক ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান উল্টে মারা গেলেন চালক ছলিমুদ্দিন (৪০)। তিনি উপজেলার বানিয়ারছিট এলাকার রহিজ উদ্দিনের ছেলে। সখীপুরের হাজীবাড়ি মোড়ে গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে।

 

সর্বশেষ খবর