সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাল্টা মামলা, পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হওয়ায় গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার। সংঘর্ষে আহত হওয়া ওই পরিবারের আট সদস্য প্রতিপক্ষের বাধায় হাসপাতালে চিকিৎসাও নিতে পারেনি। লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এসে গতকাল সাংবাদিকদের কাছে এ অভিযোগ করে ভুক্তভোগী পরিবারটি।

জানা যায়, রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার জহির ও তার ভাইদের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ আলীদের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত ১৩ নভেম্বর দুই পক্ষে সংঘর্ষ হয়। পর দিন এ ঘটনায় রামগঞ্জ থানায় দুই পক্ষ পাল্টা মামলা করে। সংঘর্ষে আহত জহির অভিযোগ করেন, আমাদের স্কুলপড়ুয়া দুই মেয়েসহ পরিবারের আটজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতেও দেয়নি। উল্টো মামলা করে আমাদের হয়রানি করছে। আমরা সুবিচার চাই। রামগঞ্জ থানার ওসি জানান, জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় পৃথক মামলা নেওয়া হয়েছে। দুই পক্ষের চার আসামি কারাগারে রয়েছে।

সর্বশেষ খবর