সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
হাবিপ্রবি শিক্ষকদের হুঁশিয়ারি

দাবি না মানলে আমরণ অনশন

দিনাজপুর প্রতিনিধি

বেতন বৈষম্য নিরসন ও শিক্ষক লাঞ্ছনাকারীদের বিচারের আওতায় না আনলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গতকাল প্রতীকী অনশন কর্মসূচি থেকে আন্দোলনকারীদের পক্ষে সহকারী অধ্যাপক কৃষ্ণ চন্দ্র  রায় এ ঘোষণা দেন। রবিবার বেলা ১১টা থেকে মাথায় সাদা কাপড় বেঁধে সদ্য পদোন্নতি পাওয়া ৫৭ শিক্ষক-শিক্ষিকা এ প্রতীক অনশন করেন। অনশনের পাশাপশি ক্লাস-পরীক্ষাও বর্জন করেন তারা। আজও সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতীক অনশন চলবে। ৫৭ জন শিক্ষক-শিক্ষিকার পদোন্নতি হলেও তাদের বর্ধিত বেতন দেওয়া হচ্ছে না দাবি করে কৃষ্ণ চন্দ্র  বলেন, এ সমস্যার সমাধান এবং লাঞ্ছনাকারীদের বিচার করা না হলে মঙ্গলবার (কাল) থেকে তারা আমরণ অনশন শুরু করবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর