সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সুন্দরবনের দুবলার চরে রাসমেলা ২১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এরই মধ্যে রাস উৎসবকে ঘিরে মন্দির নির্মাণসহ সব প্রস্তুতি নিয়েছে মেলা উদযাপন কমিটি। উৎসবকে ঘিরে বন্যপ্রাণী শিকার ও যাতায়াতে আটটি রুট নির্ধারণ করেছে বনবিভাগ। শনিবার বনবিভাগের পক্ষ থেকে লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, দুর্গোৎসবের পর পূর্ণিমার রাতে পাপমোচন, বাসনা পূরণ ও পুণ্যলাভের আশায় প্রতিবছর রাসমেলার আয়োজন করা হয়। সুন্দরবনের কুঙ্গা ও পশুর নদীর মোহনায় দুবলার চরের আলোরকোলে কার্তিক-অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় রাস উৎসব। দর্শনার্থীদের ২১ থেকে ২৩ নভেম্বর এ তিন দিনের জন্য অনুমতি প্রদান করা হবে। পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের সনদপত্র সঙ্গে রাখতে হবে।

সর্বশেষ খবর