সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বীরগঞ্জ পৌর শহরে নেই ট্রাফিক ব্যবস্থা

দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জ পৌর শহরে দিন দিন যানবাহন বাড়লেও নেই ট্রাফিক ব্যবস্থা। ফলে বাড়ছে যানজট। প্রায়ই ঘটছে ছোটবড় সড়ক দুর্ঘটনা। ২০০২ সালের ১৫ জুন স্থাপিত হয় বীরগঞ্জ পৌরসভা। এটি ‘খ’ শ্রেণির অন্তর্ভুক্ত। পৌরবাসী জানান, বীরগঞ্জ পৌর শহরের মধ্যদিয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক হওয়ায় ঢাকাগামী নৈশ-দিবাকালিন কোচ, বিভিন্ন জেলা শহর থেকে বাস, মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, মালবাহী ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন ও পদচারী যাতায়াত করেন। শহরে বাস টার্মিনাল বা অন্য যানবাহনের কোনো স্ট্যান্ড নেই। মহাসড়কের পাশে দাঁড়িয়ে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা, ট্রাক বা মালবাহী যানে মাল লোড-আনলড করা হয়। এতে মাঝেমধ্যেই যানজট সৃষ্টি হয়। জানা যায়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক, তার ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরী বীরগঞ্জ শহরে ট্রাফিক ব্যবস্থা চালু করেছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে পরবর্তীতে প্রত্যাহার করা হয়।

সর্বশেষ খবর