মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
পলিটেকনিক ছাত্র হত্যা

ছাত্রলীগ নেতার ঘর থেকে আলামত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন্ত শ্রাবণ বিশুর ভাড়া বাড়িতেই ছাত্র নাঈম ইসলামকে (২০) গলা কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওই বাড়িতে রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিহত নাঈম ইসলামের জুতা, মানিব্যাগ, কলেজ আইডি, রক্তমাখা ছুরি, দুটি রামদা, দুটি চাকু, রক্তাক্ত বালিশ, কম্বল, চাদর উদ্ধার করেছে। ঘরের মেঝে খোঁড়া ও প্রচুর রক্তের দাগও পেয়েছে পুলিশ সদস্যরা। এসব ঘটনায় পুলিশ নিহত নাঈম ইসলামের মায়ের করা মামলায় ৫ জনকে আটকের পর রিমান্ডের আবেদন করেছে। পুলিশ বলছে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার বিষয়ে জানা যাবে।

বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, নিহত নাঈম বগুড়ার গাবতলী উপজেলার মরিয়া গোলাবাড়ি গ্রামের সোনা ব্যবসায়ী ইন্তেজার রহমানের ছেলে। সে বগুড়া শহরে বেসরকারি পলিটেকনিক বিটে ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র ছিল। ১৫ নভেম্বর সকালে ফোন পেয়ে সে বাড়ি থেকে বের হয়। ১৬ নভেম্বর সকালে সারিয়াকান্দি বাজারের পূর্বপাশে তার গলাকাটা ও আগুনে ঝলসানো বিকৃত লাশ পাওয়া যায়।

সর্বশেষ খবর