বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
পৌরসভার ১৫০ বছর পূর্তি

শিক্ষায় ফেরদৌস জাহানকে সম্মাননা

শেরপুর প্রতিনিধি

শিক্ষায় ফেরদৌস জাহানকে সম্মাননা

শেরপুরে বেগম রোকেয়া নামে খ্যাত বিশিষ্ট শিক্ষাবিদ ফেরদৌস জাহানকে শিক্ষায় বিশেষ অবদানের জন্য মরণোত্তর সম্মাননা দিয়েছে পৌরসভা।  ফেরদৌস জাহান শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটানা ৩৩ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তিনি শেরপুর শহর ও আশপাশের এলাকায় ঘুরে ঘুরে মেয়েদের এনে স্কুলে ভর্তি করিয়ে দিতেন। শেরপুরে তিনি নারী শিক্ষায় বিশেষ অবদান রেখেছেন। এ বছর ১ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন।  ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার পক্ষ থেকে ৬ ক্যাটাগরিতে শেরপুরের মোট ৫৬ জন  কৃতী মানুষকে সম্মাননা দেওয়া হয়। গত রবিবার অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্টজনদের ও তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পৌরসভার মেয়র গোলাম মো. কিবরিয়া লিটন।

 

সর্বশেষ খবর