বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে লাইন বন্ধ না করে নতুন খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রাব্বি খান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের সাউথপুর ব্রিজ এলাকায় গতকাল এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। —ঝালকাঠি প্রতিনিধি

ইউপিডিএফ কর্মী আটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা চাঁদাবাজির অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতের নাম বিক্রমা দীপ্ত চাকমা ওরফে কালাবো চাকমা। এদিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে গতকাল তক্ষক পাচার ও ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন— রীতিময় চাকমা ও আনুমং মারমা। —রাঙামাটি প্রতিনিধি

১০ গাঁজাসেবী কারাগারে

বগুড়ার ধুনট উপজেলায় গাঁজা সেবনের দায়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ধুনট মহিলা ডিগ্রি কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন— চপল মাহমুদ, আপেল মাহমুদ, আল আমিন, শফিকুল ইসলাম, মাসুদ রানা, নাদিম মাহমুদ, মারুফ হোসেন তারেক, শাকিল আহমেদ, সজিব বাবু ও আবু হাসান।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

তিন প্রতারক গ্রেফতার

মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার মেসে অভিযান চালিয়ে গতকাল তাদের আটক করা হয়। আটকরা হলেন— অখিল মণ্ডল, রাধু মণ্ডল ও সুজন। তাদের কাছ থেকে চারটি মোবাইল সেট, ৫৬টি সিম জব্দ করা হয়। —ফরিদপুর প্রতিনিধি

মাদক বিক্রি বন্ধে মানববন্ধন

মাদক বিক্রি বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। পৌরসভার সামনের সড়কে গতকাল এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তৃতা করেন— কামরুজ্জামান চৌধুরী, শ্যামলেন্দু পাল, আলপনা বেগম, আরিফুল হক রিপন প্রমুখ। বক্তারা অবিলম্বে শিক্ষার্থীদের কাছে বিড়ি  সিগারেটসহ সব ধরনের মাদক বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। —নেত্রকোনা প্রতিনিধি

 

যুবলীগ নেতার ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ময়মনসিংহ নগরীর চরপাড়ায় ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক উজ্জলের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ওই এলাকার কয়েকটি বাসা, ক্লিনিক, ওষুধের দোকান ও গাড়ি ভাঙচুর ও ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে হামলাকারীরা। প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চরপাড়া মোড়ে সড়ক অবরোধ করে রাখে। সোমবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

—ময়মনসিংহ প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর