শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘সময়োচিত ব্যবস্থা নিলে মুখগহ্বরের ক্যান্সার রোধ সম্ভব’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পুন্ড্রনগর ডেন্টাল কংগ্রেস অ্যান্ড ট্রেড ফেয়ার জাতীয় পর্যায়ে কনফারেন্স অনুষ্ঠিত হয়। বগুড়া শহরের নওদাপাড়ার অভিজাত মমইন হোটেলে গতকাল প্রায় ৫০০ দন্ত চিকিৎসকের উপস্থিতিতে কনফান্সে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আহসান হাবীব। সভাপতিত্ব করেন ডা. মো. আলী আহম্মদ আলম। বিশেষ অতিথি ছিলেন অধ্যপিকা ড. হোসনে আরা বেগম,  প্রফেসর ডা. মতিয়ার রহমান মোল্লা, ডা. মওদুদ হোসেন, আলমগীর পাভেল, ডা. আব্দুল হক। সভায় বক্তারা বলেন, দাঁতের চিকিৎসা বলতে শুধু দাঁতের চিকিৎসাই নয়, মুখগহ্বর, জিহ্বা ও গলার সব অসুখ, ক্যান্সার ও টিউমার— এই শাস্ত্রে অন্তর্ভুক্ত। সময়োচিত প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে অনেক মুখগহ্বরের ক্যান্সর রোধ করা সম্ভব। সভা শেষে ডেন্টালে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ খবর