রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বড়িবাড়ী এলাকায় মোনতাহার স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ আরও ১০ শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃত শ্রমিকরা হলেন— মুন্সীগঞ্জ জেলার মধ্যম মহাখালী গ্রামের আবদুর রশিদের ছেলে নয়ন হোসেন ইকবাল (২৮) এবং বগুড়া জেলার সোনাতলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাসুম (২৬)। বিস্ফোরণে অন্য দগ্ধরা হলেন— গোপাল মণ্ডল (২৮), সজিব (২০), রানা (২০), সালাউদ্দিন (২০), জাফর (২৪), কবির (৩৫), রোকন (২৫), ওহিদুল (২৪), শাকিল (২০) ও আরিফ (২১)। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম বলেন, মোনতাহার স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, শুক্রবার বেলা ১১টার দিকে সোনারগাঁয়ে মোনতাহার স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই কারখানার ১২ শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুজনের মৃত্যু হয়।

 এদিকে গতকাল দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে গ্যাসের চুলা লিকেজে বিস্ফোরিত হয়ে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকার একটি সেমিপাকা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— ওই এলাকার ইলিয়াস মিয়ার স্ত্রী রিপা (২০), তার দুই বছরের শিশু সন্তান রাফসান ও রিপার বড় বোন শারমিন (২২)। এদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।  বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে রিপার শরীরের ১০ শতাংশ, রাফসানের ২৫ শতাংশ এবং শারমিনের ৮ শতাংশ পুড়ে গেছে।

সর্বশেষ খবর