রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নেত্রকোনায় বারী সিদ্দিকীকে স্মরণ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের কার্লি গ্রামে নিজ প্রতিষ্ঠিত ‘বাউল বাড়িতে’ শায়িত উপ মহাদেশের প্রখ্যাত বংশীবাদকের ১ম প্রয়াণ দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভক্তরা। শনিবার বিকাল ৫টায় হিমু পাঠক আড্ডা ও শিশু ছায়ার সদস্যরা শিল্পীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে বাউল বাড়িতে পরিবারের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

শ্রদ্ধা জানাতে ঢাকা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও আসে। এ সময় বারী সিদ্দিকীর কন্যা ইলমা সিদ্দিকী বলেন, এ দেশে শিল্পীদের জন্য তেমন কোন সরকারি বা বেসরকারি সুযোগ-সুবিধা নেই। সাংস্কৃতিক চর্চা বিকাশ কেন্দ  করে ভালো মানের শিল্পী তৈরির উদ্যোগ নিতে হবে। তিনি বাবার জন্য মানুষের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ খবর