মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অসময়ে নদী ভাঙন তিন গ্রামে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সোনাকান্দায় কারখানা নদীতে শুষ্ক মৌসুমে তীব্র ভাঙন শুরু হয়েছে। অব্যাহত ভাঙনের কারণে নদীর দুই পাড়ের তিন গ্রামের বাসিন্দারা রয়েছেন আতঙ্কে। অপরিকল্পিতভাবে নদী খনন করায় এ ভাঙন দেখা দিয়েছে বলে দাবি স্থানীয়দের। ভাঙনকবলিত কবাই ইউনিয়নের সোনাকান্দা ও মাছুয়াখালী গ্রামের শাহ আলম, সহিদ, আলম জানান, এক সপ্তাহ ধরে ড্রেজার দিয়ে চরকাটা শুরু হয়। এর পরই দুই পাড়ে দেখা দেয় ভাঙন। ভাঙনরোধে চর কাটা বন্ধ করে ড্রেজিং মেশিন সরিয়ে নেওয়ার দাবি করেন সোনাকান্দা, মাছুয়াখালী ও দক্ষিণ কবাই গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ দিনের বেলায় তাদের কর্মকাণ্ড বন্ধ রাখলেও রাতে অবাধে চলে চর কাটার কাজ। জানা যায়, গত বছরও ড্রেজিংয়ের কারণে নদীর দুই তীরের প্রায় ৩০০ বাড়ি-ঘর, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান বিলীন হয়ে যায়। এবারও ভাঙনের মুখে পড়েছে বহু ঘরবাড়ি-বিস্তীর্ণ কৃষি জমি। এলাকাবাসীর দাবি, বিভিন্ন সময় তিনটি গ্রাম রক্ষায় কারখানা নদীর চর কাটা বন্ধ করতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়। কিন্তু তারা কোনো প্রতিকার পাননি। তাদের দাবি, ঢাকা-পটুয়াখালী রুটে লঞ্চ চলাচলের জন্য কারখানা নদীর ওই স্থানে ড্রেজিং করা হচ্ছে। এই ড্রেজিং না করে বিকল্প পথে পাণ্ডব নদী দিয়ে লঞ্চ চলাচল করলে চরকাটার প্রয়োজন হবে না। কারখানা নদীতে ড্রেজিংয়ের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুছতানজির। একই কথা বলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদও। বিআইডব্লিউটিএ’র স্থানীয় কর্মকর্তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

সর্বশেষ খবর