বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাঁচজনের ফাঁসি যাবজ্জীবন ৪

তিনটি হত্যা মামলার রায়

প্রতিদিন ডেস্ক

মানিকগঞ্জ, টাঙ্গাইল ও চাঁদপুরের আদালত গতকাল দিনটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে। এ সব মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিনিধিদের খবর— মানিকগঞ্জ : সিঙ্গাইরে কিশোর হত্যা ও লাশ গুমের দায়ে চারজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল এ রায় ঘোষণা করা হয়। মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন— রাকিবুল, সুলতান, সোহেল ও রফিক। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে রুবেল, সজীব ও আকিবুলকে। মামলার বিবরণে প্রকাশ, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাইরের খাসেরচর গ্রামের খোকন মিয়ার ছেলে স্কুলছাত্র জহিরম্নল ইসলামকে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে যায় বাস্তা গ্রামের সুলতানের বাড়িতে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ১৭ সেপ্টেম্বর সুলতানের বাড়ির পশে প্রবাসী আব্দুল কাইয়ুমের বাড়ির সেপটিক ট্যাংক থেকে জহিরুলের গলা ও হাত-পা বিচ্ছিন্ন পাঁচ টুকরা লাশ বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায়। টাঙ্গাইল : টাঙ্গাইলে শিশু জুয়েল হাসান (৬) হত্যা মামলার আসামি আব্দুর রহিমকে (৩৭) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী বিকালে আসামির উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম (৩৭) টাঙ্গাইল সদর উপজেলার বিল মাগুরাটা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। চাঁদপুর : ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামে মা আলিমের নেছাকে (৬০) গলা কেটে হত্যার অপরাধে ছেলে সফিকুর রহমানকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত। দণ্ডপ্রাপ্ত সফিকুর রহমান আলোনিয়া গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে।

সর্বশেষ খবর