শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্ষুব্ধ কুষ্টিয়ার আমন চাষিরা

♦ সরকার ধান না কেনায় দাম কম
♦ লাভবান হচ্ছেন মিল মালিকরা

কুষ্টিয়া প্রতিনিধি

আমন মৌসুমে কুষ্টিয়া থেকে সরকারিভাবে ধান কেনার ঘোষণা না আসায় ক্ষুব্ধ কৃষকরা। তারা বলছেন, এমনিতেই এ বছর ধানের বাজার ভাল নয়। এ অবস্থায় সরকার ধান সংগ্রহ না করে চাল কিনলে শুধু মিল মালিকরা লাভবান হবেন। কুষ্টিয়া থেকে চালের পাশাপাশি সরাসরিভাবে কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছেন কৃষকরা। জেলা খাদ্য ও কৃষি অফিস সূত্র জানায়, কুষ্টিয়ায় এ বছর আমনের ফলন ভাল হয়েছে। আগে বোরো ও আমন মৌসুমে সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনলেও কয়েক মৌসুম ধরে শুধু চাল কিনছে মিলারদের কাছ থেকে। এতে কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না। কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে মিলাররা চাল তৈরি করে বেশি লাভবান হচ্ছেন। কুষ্টিয়ার বড় দুই ধানের বাজার আইলচারা ও উজানগ্রামে ঘুরে দেখা যায়, নতুন আমন ধান মণপ্রতি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৭০ টাকায়। কৃষক আনিস মণ্ডল জানান, ‘ধান লাগানো, পরিচর্যা, কাটা ও মাড়াইয়ে প্রতি মণে খরচ হয় ৫৫০-৬০০ টাকা। সেখানে এক মণ ধান বিক্রি করতে হচ্ছে ৬০০ টাকায়। লাভ তো দূরে থাক, খরচের টাকাও উঠছে না। সরকার কৃষকদের পাশে না দাঁড়ালে ধান আবাদ বন্ধ করা ছাড়া উপায় থাকবে না।’ আরেক কৃষক নিয়ামত হোসেন জানান, এ বছর ধানের বাজার একেবারে পড়ে গেছে। জমিতে ধান থাকলেও কাটার লোক পাওয়া যাচ্ছে না। ধান কেটে দেনা শোধ করতেই সব শেষ। বাকি সময় চলবে কিভাবে। তিনি বলেন, ‘সরকার আমাদের কাছ থেকে ধান কিনলে কৃষক বাঁচতো।’ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোয়ার হোসেন বলেন, ‘এ বারও আমন মৌসুমে কুষ্টিয়া থেকে প্রাথমিকভাবে চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। ডিসেম্বরে শুরু হবে চাল কেনা কার্যক্রম। সরকার ধান কেনার সিদ্ধান্ত নিলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর