শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চার মাস পর উৎপাদনে আশুগঞ্জ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

চার মাস পর উৎপাদনে আশুগঞ্জ

গ্যাস সংকটে চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার আবার উৎপাদন শুরু হয়েছে। দীর্ঘদিন পর কারখানা উৎপাদনে আসায় খুশি কর্মকর্তা-কর্মচারীরা।  কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাক্কী জানান, গ্যাস সংকটের কারণে গত ১৩ জুলাই থেকে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এরপর থেকে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ ছিল। চলতি মাসে গ্যাস সরবরাহ শুরু হলে ক্রটি মেরামত শেষে শুক্রবার দুপুর থেকে উৎপাদন শুরু হয়। বর্তমানে কারখানায় ৩৫ হাজার ৩৪১ মেট্রিক টন ইউরিয়া মজুদ রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, চাহিদা অনুযায়ী দেশের বিদ্যুৎ কেন্দ গুলোতে গ্যাস সরবরাহ করার জন্য সার কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে প্রতি বছর ৯-১০ মাস গ্যাসের অভাবে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ থাকে। দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। এতে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর