মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ধুনটে নদী থেকে বালু উত্তোলন ভাঙনের মুখে ফসলি জমি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ঝাঝড় ঘাট এলাকার বাঙ্গালী নদীতে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা। এতে নদীর গভীরতা সৃষ্টি হয়ে তীরবর্তী ৫০/৬০টি পরিবারের বসতবাড়ি ভাঙনের মুখে পড়েছে। এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসী।

জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা বগুড়ার ধুনট উপজেলার ঝাঝড় গ্রামের পাশে বাঙ্গালী নদী থেকে কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে পাইপের সাহায্যে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে নদী-তীরবর্তী ফসলি জমি, বসতবাড়িগুলো ভাঙনের মুখে পড়েছে।

এলাকাবাসী আক্ষেপ করে বলেন, বালু উত্তোলনকারীরা সবাইকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এ বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো প্রতিকার হয়নি।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে কেউ অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর