মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
রূপগঞ্জে রাসেল হত্যা

আসামিদের গ্রেফতার দাবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে রাসেল ভুইয়াকে। এ হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল যাত্রামুড়া এলাকায় মানববন্ধন-বিক্ষোভ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধ করে রাখেন। নিহত রাসেল ভুইয়া যাত্রামুড়া এলাকার মৃত আযাহারুল ইসলাম ভুইয়ার ছেলে।

তিনি পুলিশে চাকরি করতেন। গত ২১ নভেম্বর হামলায় আহত রাসেল ১২ দিন ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ে ১ ডিসেম্বর বিকালে মারা যান। নিহত রাসেল ভুইয়ার ৫ বছরের শিশু আব্দুর রহমান, স্ত্রী সোনিয়া খানম, ভাই আশ্রাফুল, সাইফুল ইসলামসহ এলাকাবাসী এ হত্যার বিচার দাবি করেছেন প্রশাসনের কাছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর