বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছিনতাইয়ের অভিনব কৌশল!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলায় অভিনব কৌশলে এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, তালতলী উপজেলার উত্তর গাববাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল বারেক বুধবার দুপুরে আমতলী সোনালী ব্যাংক থেকে এক লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাগভর্তি ওই টাকা নিয়ে ব্যাংকের পাশে উপজেলা পরিষদ মিলনায়তনের বারান্দায় অবস্থান করছিলেন তিনি। এমন সময় দুই ছিনতাইকারী কৌশলে তার জামায় দুর্গন্ধযুক্ত ময়লা লাগিয়ে দেয়। পরে ময়লা পরিষ্কারের জন্য ছিনতাইকারীরাই শিক্ষককে উপজেলা পরিষদ সংলগ্ন মসজিদের টিউবওয়েলে নিয়ে যায়। একজন টিউবওয়েল চেপে দেয় আর এ ফাঁকে অন্যজন টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। শিক্ষক আবদুল বারেক জানান, ব্যাংক থেকে টাকা তুলে বাইরে আসামাত্র দুজন লোক এসে আমাকে বলে আপনার জামায় ময়লা লেগেছে। ওই ময়লা তারাই আমাকে টিউবওয়েলে নিয়ে ধুইয়ে দেয়। পরে তাকিয়ে দেখি আমার বিদ্যালয়ের চারজন শিক্ষকের বেতনের ব্যাগভর্তি টাকা নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর