শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ট্র্যাজেডির ১৩ বছর

আজ স্তব্ধ নেত্রকোনা

নেত্রকোনা প্রতিনিধি

আজ ৮ ডিসেম্বর। নেত্রকোনা ট্রাজেডি দিবস। এই দিনে আত্মঘাতী বোমা হামলায় ৮ টি তাজা প্রাণ নিথর হয়ে যায়। আহত হন আরো প্রায় অর্ধশতাধিক। ২০০৫ সালের এই দিনে নেত্রকোনা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ের সামনে জেএমবির এই বর্বরোচিত বোমা হামলায় উদীচী কর্মী হায়দার হোসেন, সুদীপ্তা পাল শেলী ও মোটর মেকানিক যাদব দাস এবং হামলাকারীসহ আটজন প্রাণ হারায়। সেই থেকে নেত্রকোনাবাসী দিনটি ট্রাজেডি দিবস হিসেবে পালন করে আসছে। আজ সকাল ১০টা ৪০মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট স্তব্ধ থাকবে নেত্রকোনা। এ সময় শহরের রাস্তায় চলবে না কোন যানবাহন, হাঁটবে না কোন পথচারি। যে যেখানে থাকবেন সেখানেই দাঁড়িযে পড়বেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর