রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক্রোবেটিক শো-এ মুগ্ধ দর্শক

দিনাজপুর প্রতিনিধি

এক্রোবেটিক শো-এ মুগ্ধ দর্শক

শিশুর শারীরিক কসরত প্রদর্শন

দিনাজপুরে এক্রোবেটিক শিল্পীর চোখ ধাঁধানো নৈপুণ্য হৃদয় ছুঁয়েছে হাজার হাজার দর্শকের। তাদের নানা শারীরিক কসরত দেখে মুগ্ধ হন উপস্থিত সবাই। দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে শুক্রবার সন্ধ্যায় এক্রোবেটিক শো উদ্বাধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সারা দেশে সুস্থ বিনোদন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরে এই এক্রোবেটিক শো-এর আয়োজন। প্রদর্শনীতে মঞ্চায়ন হয়— হ্যান্ড স্কিল, রিং ড্যান্স, রোলার ব্যালেন্স, রোপ রাউন্ড, চেয়ার সেটিং, ব্যারেল ব্যালেন্স, বডি ব্যালেন্স, মাউথ স্কিল, রিং জাম্প, টপ টু আমব্রেলা ইত্যাদি। এক্রোবেটিক টিমের ইনসট্রাকটর মুসা রুবেল জানান, এই এক্রোবেটিক দলের প্রদর্শনী গত ১৫ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শো-এর মাধ্যমে শুরু হয়। শুক্রবার দিনাজপুরে হয় এই শো। আগামী ১১ ডিসেম্বর রাজবাড়ীতে প্রদর্শনী শো-এর মাধ্যমে শেষ হবে। এই দলে ২৫ জনের মধ্যে ১৯ জন পারফোম্যান্স দেখান। এরা সবাই চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। সার্কাস-যাত্রা হারিয়ে যাওয়ার প্রাক্কালে এটাকে রক্ষা করতেই ২০১২ সালে এই এক্রোবেটিক শো-এর উদ্যোগ নেওয়া হয়।

সর্বশেষ খবর