রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দি উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষুব্ধ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা।

স্থানীয় কাউয়াদি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কাউয়াদি ফাজিল মাদ্রাসায় কয়েকজন এসএসসি-দাখিল পরীক্ষার্থী জানান, শিক্ষাবোর্ড নির্ধারিত এক হাজার ৬০০ টাকার স্থলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা করে নিয়েছেন। এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে ফেল করেছেন বিষয়প্রতি ২০০-৫০০ টাকার বিনিময়ে তাদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। অতিরিক্ত ফি আদায় প্রসঙ্গে কাউয়াদি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জানান, আমাদের পরীক্ষার্থী মাত্র ৮৯ জন। বোর্ড নির্ধারিত ফি’তে খরচ মেটানো সম্ভব হয় না। তাই কিছু টাকা বেশি নিয়েছি। কাউয়াদি মাদ্রাসার অধ্যক্ষ আবদুল আউয়াল বলেন, বিভিন্ন কারণে বোর্ড ফি’র চেয়ে কিছু অর্থ বাড়তি আদায় করা হয়েছে।

সর্বশেষ খবর