রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দখলে দূষণে হারিয়ে গেছে খাল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দখলে দূষণে হারিয়ে গেছে খাল

দখল-দূষণে অস্তিত্ব বিলীন হয়ে গেছে গাজীপুরের সবকটি খালের। কথিত চিলাই খাল জয়দেবপুর হয়ে কালিগঞ্জের বালু খালের সঙ্গে মিলিত হয়েছে। নগরীর কড্ডা থেকে শুরু হয়ে বোর্ড বাজার জয়বাংলা রোডের পাশ দিয়ে খাইলকৈর হায়দরাবাদ ব্রিজ হয়ে মাঝুখান এলাকায় তুরাগ নদের সঙ্গে মিলিত হয়েছে আরো একটি খাল। এছাড়া আরো বেশ কয়েকটি খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সময় এই খাল দিয়ে নৌকা চলাচল করত। এর মধ্যে বোর্ডবাজার জয়বাংলা রোডের পাশে খালের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে কারখানা, ভবন। টঙ্গী গোপালপুর এলাকায় তুরাগ নদের তীর দখল করে গড়ে তোলা হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে—  সিটি মেয়র খাল দখলমুক্ত করতে যে উদ্যোগ নিয়েছেন, আমরা স্বাগত জানাই। তবে আমাদের প্রতিষ্ঠান খালের জায়গা দখল করে নাই।  গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুস ছালাম সরকার বলেন, আমরা দখল-দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। জনবল কম থাকায় দ্রুত ব্যবস্থা নিতে বেগ পেতে হচ্ছে। সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরের সবকটি খাল এখন দখল দূষণে ভরা। দখলের কারণে খালগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে  বৃষ্টি হলে জলাবদ্ধতায় জনদুর্ভাগের সৃষ্টি হয়। দখল হওয়া এসব খাল উদ্ধার প্রক্রিয়া এবং খনন কাজ চলছে। অচিরেই এলাকার দখলকৃত ও মরা  খালগুলো দৃশ্যমান হবে।

সর্বশেষ খবর