শিরোনাম
মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করব’

রাঙামাটি প্রতিনিধি

একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হলে পার্বত্যাঞ্চলের অশান্ত পরিস্থিতি নিরসনে ভূমিকা রাখবে বলে জানান জাতীয় ঐক্যফ্রন্টের রাঙামাটির প্রার্থী মনি স্বপন দেওয়ান। তিনি বলেন, ‘দীর্ঘদিনেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় স্থানীয় পাহাড়ি-বাঙালির মধ্যে অনাস্থা সৃষ্টি হয়েছে। ধানের শীষ প্রতীক নিয়ে আমি জয়যুক্ত হলে পাহাড়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবো।’ গতকাল জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনি স্বপন দেওয়ান এ কথা বলেন। মনি স্বপন বলেন, এবার নির্বাচনে পাহাড়ের মানুষ বিএনপিকে ভোট দিয়ে বর্তমান সরকারের দুর্নীতিবাজ নেতা-কর্মীদের কাছ থেকে মুক্তি পেতে চায়। সংবাদ সম্মেলনে শাহ আলম, অ্যাড. মামুনুর রশিদ মামুন, সাইফুল ইসলাম, মো. শাকিল উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর