শিরোনাম
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

ভাসানীর জন্মবার্ষিকী পালিত

টাঙ্গাইলে নানা আয়োজনে গতকাল মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া বিকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া মাহফিল, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। -টাঙ্গাইল প্রতিনিধি

নাটোরে আমন চাল সংগ্রহ শুরু

নাটোরে আমন চাল সংগ্রহ অভিযান ২০১৮-১৯ উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা খাদ্য গুদামে গতকাল এই চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। এ সময় আতোয়ার হোসেন, জালাল উদ্দীন, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক সূত্র জানায়, চলতি আমন মৌসুমে  নাটোর জেলায় ৮ হাজার ৭৯৪ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর প্রতি কেজি ৩৬ টাকা দরে কেনার সিদ্ধান্ত হয়েছে। -নাটোর প্রতিনিধি

ইজিবাইকচালক খুন

গাজীপুরে ইজিবাইকচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে সিটি করপোরেশনের হাতিয়াব এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত আল আমিন (১৫) শেরপুরের ঝিনাইগাতি ফরহাদ আলীর ছেলে। সে গাজীপুর সিটি করপোরেশনের শিমুলতলীর শান্তিবাগ এলাকায় ভাড়া থাকত।

-গাজীপুর প্রতিনিধি

শিয়ালের কামড়ে আহত ১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছে। পৌর এলাকার দাসপাড়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। দাসপাড়া গ্রামের শামীম আহমেদ স্বপন জানান, প্রথমে ওই গ্রামের মোতালিবকে একটি পাগলা শিয়াল কামড় দেয়। গ্রামবাসী একত্রিত হয়ে শিয়ালটি মারতে গেলে আরও ৯ জনকে আহত করে। -আড়াইহাজার প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর