শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
৫ জেলায় সড়ক দুর্ঘটনা

দুই ভাইসহ নিহত ৯

প্রতিদিন ডেস্ক

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে দুই ভাইসহ তিনজনের। ময়মনসিংহে কভার্ডভ্যান চাপায় মারা গেছেন তিন শ্রমিক। এছাড়া নরসিংদী, মেহেরপুর ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন করে। বুধবার সন্ধ্যা থেকে গতকাল দুপুর পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলা কুলপাড়া গ্রামে গতকাল ট্রাকের ধাক্কায় দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুলপালা গ্রামের সৌদিপ্রবাসী আকুল শাহর ছেলে রাকিব (২০) ও সাকিব (১৪) এবং ভটভটি চালক সদর উপজেলার পীরপুর গ্রামের লিটন (২৫)। পুলিশ জানায়, মেহেরপুর থেকে একটি ট্রাক চুয়াডাঙ্গার দিকে আসছিল। পথে চলন্ত ভটভটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ভাই রাকিব ও সাকিবকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান দুই ভাইসহ ভটভটি চালক। ময়মনসিংহ : সদর উপজেলায় কভার্ডভ্যান চাপায় পথচারী তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামতলা এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামতলা গ্রামের নুরু মিয়ার ছেলে জাকির হোসেন (৩০), তারাকান্দা উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুল খালেক (২৮) ও শহীদ (৩০)। তারা ধান কাটার কাজ করতেন। এ ঘটনায় আহত একজনকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। নরসিংদী : ঘোড়াশাল-টঙ্গি আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকায় গতকাল দুপুরে পিকাপ-প্রাইভেট কার সংঘর্ষে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। নিহত নবজাতক মেঘলা (ছয় মাস) শিবপুর উপজেলার মজলিসপুর গ্রামের শাখাওয়াত হোসেনের মেয়ে। মেহেরপুর : মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কথিত লাঠিয়াল সোহেল রানা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত রানা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আশরাফুল ইসলামের ছেলে। নওগাঁ : জেলা শহরের বাইপাস সড়কে শিবপুর ব্রিজ এলাকায় বুধবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় মামুন হোসেন নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। মামুন শিবগঞ্জ উপজেলার চককীর্তি দুগল ভান্ডার গ্রামের মজনু রহমানের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর