রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের শিশু আয়শা সিদ্দীকা ও সানজিদা আকতারের মৃত্যু হয়েছে।

দেড় বছর বয়সের শিশু আয়শা চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামের ভোলা মেম্বার পাড়ার আবু বক্কর সিদ্দীক ও অপরজন ১৪ মাস বয়সের সানজিদা একই পরিবারের আবু সাঈদের কন্যা। শনিবার দুপুরে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউপি নান্দেড়াই গ্রামের ভোলা মেম্বার পাড়ার নিজ বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটেছে। দিনাজপুর প্রতিনিধি

এক রাতে দুই ডাকাতি

সিলেটে এক রাতে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা রাতে নগরীর খাসদবিরে ও গভীর রাতে মোগলাবাজারের মিরাবাড়ি এলাকার এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা বাড়ি দুটির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন নিয়ে যায়। মোগলাবাজারের ডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক, সিলেট

আশুগঞ্জে চাল সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল সকালে আশুগঞ্জ খাদ্য গুদাম চত্বরে জেলা ও উপজেলা চাউলকল মালিক সমিতির নেতাদের উপস্থিতে এ অভিযান শুরু হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মঈনুল হোসেন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি হাজী মো. জিয়াউল করিম খান সাজু, হাজী মো. শাহজাহান সিরাজ, হাজী মো. হানিফ শিকদার, শাহাদাত হোসেন, আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সাংবাদিক অফিসে হামলা

ঝিনাইদহ শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে সাংবাদিকদের অফিসে হামলা করেছে সন্ত্রাসীরা। এ সময় তারা ডিবিসির জেলা প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন ও দেশের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি জহিরুল ইসলামকে পিটিয়ে জখম করা হয়েছে। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার হাসানুজ্জামান, র‌্যাবের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ সাংবাদিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-ঝিনাইদহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর