সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ধুনটে অগ্নিকাণ্ডে গৃহকর্তা দগ্ধ, দুই গরুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় পরিত্যক্ত ছাইয়ের কু লি থেকে বাড়িতে অগ্নিকাে  গৃহকর্তা সোলায়মান আলী (৫৫) দগ্ধ হয়েছেন। একই সময় তার গৃহপালিত দুটি গরু পুড়ে মারা গেছে। প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে উপজেলার ভা ারবাড়ি ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামে এ অগ্নিকাে র ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামনারায়ণপুর গ্রামের সোলায়মান আলীর বাড়িরে পাশে শনিবার দিবাগত রাতে রান্না ঘরে চুলার ছাই ফেলে রাখা হয়। ওই রাতে পরিবারের লোকজন বাড়িতে ঘুমিয়ে ছিল। রবিবার ভোরের দিকে পরিত্যক্ত সেই ছাই থেকে বাড়ির গোয়াল ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাে  গৃহকর্তার টিনের তৈরি ৬টি ঘর, আসবাবপত্র ও খাদ্যশস্য পুড়ে গেছে। এ সময় গৃহকর্তার গোয়াল ঘরের ২টি গরু পুড়ে মৃত্যু হয়েছে। অগ্নিকা  থেকে রক্ষার চেষ্টাকালে গৃহকর্তা সোলায়মান আলী দগ্ধ হয়েছেন। তাকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ধুনট ফায়ার সার্ভিস ইনচার্জ শামীম রেজা বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণ করেছে। পরিত্যক্ত ছাই থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো বাড়ি পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর