সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস

লক্ষ্মীপুর প্রতিনিধি

‘এলপি গ্যাস ব্যবহারে প্রশিক্ষণ নিন, নিরাপদে থাকুন প্রতিদিন’ স্লোগানে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর শহরের কুঠুম বাড়ি রেস্তরায় গতকাল অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে জেলার ১৫০ জন গৃহিনী অংশ নেন।

প্রশিক্ষণে নিরাপদে এলপি গ্যাস ব্যবহার, সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা এড়াতে নানা তথ্য-উপাত্তের সচিত্র বিবরণী উপস্থাপন করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব ডিভিশন (মার্কেটিং ও সেলস) মীর টিআই ফারুক রিজভী। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর ফায়ার সাভির্স অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। বক্তব্য রাখেন বসুন্ধরা এলপি গ্যাসের এজিএম (বিক্রয়) হাবিবুর রহমান, জনপ্রিয় মডেল সারিকা সাবরিন, চিত্র নায়ক মামনুন হাসান ইমন। ফারুক রিজভী বলেন, ‘বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার ল্যাবরেটরিতে বিভিন্ন ধাপে পরীক্ষা নীরিক্ষার পর বাজারে সরবরাহ করা হয়। যে কারণে সিলিন্ডারের সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত হয়’।

সর্বশেষ খবর