শিরোনাম
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সব খুনির ঠিকানা এখন বিএনপি

- তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি

বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখা উচিত এমন মন্তব্য করে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জামায়াত, জঙ্গি ও সব খুনিদের ঠিকানা এখন বিএনপি। তাই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখা উচিত।’ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে গতকাল বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী সকল মুক্তিযোদ্ধা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক শক্তিকে দল-মত নির্বিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহাজোটের পক্ষ থেকে নৌকায় ভোট  দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি নেতারা টেলিভিশনে টকশ’ করছেন যা ইচ্ছে বলছেন। কিন্তু তাদের নেতারা ভোটের মাঠে নামছেন না। এমন কোন কিছু ঘটেনি যে তারা মাঠে আসতে পারছেন না। তাদের কে কেউ নিষেধও করছেন না। ইনু বলেন, তার আসনে ধানের শীষের প্রার্থী প্রতীক বরাদ্ধের আগে থেকেই ঢাকায় বসে আছেন। মনে হচ্ছে তারা ভোট চাচ্ছে না। টকশ’ করে ভিত্তিহীন অভিযোগের পাহাড় তৈরী করছেন আর ষড়যন্ত্রের জাল বুনছেন। মূলত তারা নির্বাচন নয়, একটি ওছিলা তৈরী করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। কোন অদৃশ্য সংকেতের অপেক্ষা করছে তারা। ইনু বলেন, দু’ একটি ঘটনা ছাড়া এখন পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশ রয়েছে। এরপরও তারা মাঠে না এসে নির্বাচনকে পূজি করে ভয়ংকর সব অপরাধীদের মুক্তি চাচ্ছে।এসময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গ সংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর