সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে অলিগলি

আফজাল হোসেন, টঙ্গী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরের সবকটি আসন এলাকার অলিগলি পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে। যেদিকে চোখ যায় সেদিকেই প্রার্থীদের ছবি সংবলিত পোস্টার,  ফেস্টুন আর ব্যানার চোখে পড়ে। ভোটারদের মন জয় করতে বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রধান দুই দলের প্রার্থীরা। যেসব ভোটার প্রার্থীর নাম শুনেছেন চোখে দেখেননি, তারা পোস্টার দেখেই প্রার্থী নির্বাচন করবেন। কারখানার এক শ্রমিক ভোটার শিউলী বলেন, মাইকে অনেকের নাম শুনি, ছবি দেখি না, তাই পোস্টার দেখে দ্রুত চেনা যায়। নোয়াগাঁও এলাকার বাসিন্দা রেজাউল করিম বলেন, গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল একজন সৎ মানুষ, তাই এই এলাকার মানুষ তাকেই ভোট দেবেন।

এদিকে টঙ্গী বাজার এলাকার বাসিন্দা রুবেল সরকার বলেন, জাহিদ আহসান রাসেল এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার এমপি হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এদিকে যুবদল নেতা সরাফত হোসেন বলেন, বিএনপি প্রার্থী সালাউদ্দিন সরকার পোস্টার-ফেস্টুন দিয়ে প্রচারণার পাশাপাশি গতকাল টঙ্গী, দত্তপাড়া, এরশাদনগর, গাজীপুরা, সাতাইশসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

সর্বশেষ খবর