বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আট জেলায় ঝরল ১০ প্রাণ

প্রতিদিন ডেস্ক

আট জেলায় ঝরল ১০ প্রাণ

সাতক্ষীরায় পিক-আপের চাকায় পিষ্ট হয়ে নানি নাতিসহ আট জেলায় সড়কে ঝরেছে ১০ প্রাণ। সোমবার রাত ও গতকাল মঙ্গলবার বিভিন্ন সময় এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর- সাতক্ষীরায় পিক-আপের চাকায় পিষ্ট হয়ে নানি ও নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নানা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে কুমিরা বালিগাধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর কেশবপুর উপজেলার ভবতীপুর গ্রামের সামাদ মোড়লের স্ত্রী ফরিদা বেগম (৫০) ও নাতি তালা উপজেলার তৈলকুপি গ্রামের আব্দুল আলিমের ছেলে সাদ (১৪)। আহত নানা সামাদকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ : কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি ঢাকার জুরাইনের বাসিন্দা বলে জানা গেছে। লালমনিরহাট : ট্রাকচাপায়  মাহমুদুল হক (৪০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি তিস্তা চর গোকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেট থেকে কৌশিক পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হন। তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হন অপর ১০ জন। এদের মধ্যে সাতজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পাবনা : পাবনা-রূপপুর সড়কের দাপুনিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি রঞ্জু শাহ (৪২) দাপুনিয়া গ্রামের বাসিন্দা। সিলেট :  ট্রাকের ধাক্কায় এক ক্ষুদে ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত গিয়াস উদ্দিন (৪০) গোলাপগঞ্জ উপজেলার বাখরখোলা গ্রামের হারিস উদ্দিনের ছেলে। নওগাঁ : পত্নীতলায় ট্রাক-ট্রলির মখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম  নামে এক ধান ব্যবসায়ী নিহত হয়েছে। বগুড়া : জেলার শেরপুরে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালক মো. রাব্বী হাসান (৩০) নিহত হয়েছেন। তিনি জেলার সদর উপজেলার বারোপুর গ্রামের হারুনার রশিদের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর