বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনী হাওয়া সারা দেশে

সিরাজগঞ্জ-২ : দুই ক্লিন ইমেজ প্রার্থীর লড়াই

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-২ : দুই ক্লিন ইমেজ প্রার্থীর লড়াই

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও বিএনপি প্রার্থী রুমানা মাহমুদ দুজনই ক্লিন ইমেজের অধিকারী। ভোটের মাঠে দুজনের লড়াই জমে উঠেছে। আওয়ামী লীগ প্রার্থী ফুরফুরে মেজাজে ভোটের মাঠে প্রচারণা চালালেও বিএনপি প্রার্থী নানা বাধা-বিপত্তি নিয়ে ভোটের মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সিরাজগঞ্জ-কামারখন্দ উপজেলা আধুনিক মাদক-সন্ত্রাস ও জঙ্গি মুক্তসহ মানসম্মত শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। অন্যদিকে, গণতন্ত্র রক্ষা, খালেদা জিয়ার মুক্তি, মানুষের ভোটের অধিকার রক্ষাসহ সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সিরাজগঞ্জ-কামারখন্দ গড়ার অঙ্গীকারসহ নারীর অধিকার-কর্মসংস্থান, চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য-শিক্ষা নিশ্চিত, নদী ভাঙন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা ও শ্রমিক-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে বিএনপি প্রার্থী রুমানা মাহমুদ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ১৯৯১ সাল থেকে ২০১৪ পর্যন্ত ছয়টি সংসদ নির্বাচনে চারবার বিএনপি ও দুইবার আওয়ামী লীগ জয় পায়। এর মধ্যে ১৯৯৬ সালে মোহাম্মদ নাসিম এবং ২০১৪ সালে ডা. হাবিবে মিল্লাত মুন্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। সবশেষ ২০০৮-এর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জান্নাত আরা তালুকদারকে হারিয়ে বিএনপি প্রার্থী রুমানা মাহমুদ নির্বাচিত হন। এবারের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে বিএনপি আসনটি নিজেদের ঘাঁটি বলে দাবী করে জয়ের ব্যাপারে নিশ্চিত মনে করলেও আওয়ামী লীগ বলছে, ব্যাপক উন্নয়ন ও দলের সাংগঠনিক ভিত্তি মজবুত থাকায় আওয়ামী লীগ প্রার্থী সুনিশ্চিত বিজয়ী হবেন বলে মনে করছেন। আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, গত ১০ বছরে জেলায় যত উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর এতো উন্নয়ন হয়নি। মানুষ এখন উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। আওয়ামী লীগ দুটোই করছে। এ কারণে এআসনে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। অন্যদিকে, বিএনপি প্রার্থী রুমানা মাহমুদ বলেন, আওয়ামী লীগ  সিরাজগঞ্জে উন্নয়নের নামে লুটপাট করেছে। সিরাজগঞ্জের উন্নয়নে বিএনপি ব্যাপক ভূমিকা রেখেছে।

সর্বশেষ খবর