বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

অবহেলায় মৃত্যু

খাগড়াছড়িতে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। খাগড়াছড়ি জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সোমবার  রাতে  এক প্রসূতি মায়ের মৃত্যু হয়। তার নাম রহিমা বেগম (৩২)। রোগীর স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে। এরকম অভিযোগ এর আগেও একাধিকবার উঠেছে। -খাগড়াছড়ি প্রতিনিধি

গণধর্ষণের শিকার গৃহবধূ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় প্রেমিকের ফাঁদে পড়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। প্রেমিক ধর্ষণের সময় দেখে ফেলায় বলে দেওয়ার ভয় দেখিয়ে অপর সাতজনও তাকে ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে চারজন আদালতে জবানবন্দি দিয়েছে।-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কর্মকর্তাকে গুলি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক অসীম কুমার চক্রবর্ত্তী (৫৫) দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার আট্টাকি কুন্ডুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাকে প্রথমে ফকিরহাট উপজেলা হাসপাতালে পরে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

-বাগেরহাট প্রতিনিধি

ইউরিয়া সার জব্দ

গোপালগঞ্জে পাচারের সময় তিন হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। গতকাল রাতে জেলা শহরের পাচুড়িয়া থেকে এ সার জব্দ করা হয়। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেকেন্দার শেখ সাধারণ ডায়েরি করেছেন। -গোপালগঞ্জ প্রতিনিধি

সেই মেয়র আটক

সোনারগাঁয় গাড়ি চালককে প্রকাশ্যে পেটানো সেই পৌরমেয়রকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে তোলপাড় শুরু হওয়ার তিনদিন পর তাকে উপজেলার গোয়ালী এলাকার নিজ বাসা থেকে আটক করা হয়। ডিবির পরিদর্শক এনামুল হক জানান, মেয়েরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

-সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর