শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আগুনে পুড়ল সাত মোটরসাইকেল

পরস্পরকে দোষারোপ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় নৌকা মার্কার সমর্থকদের ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮ টায় এ ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার বলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের উপস্থিতিতে বিএনপির কর্মীরা ভোটের দিন কেন্দ্র দখলের পরিকল্পনা মিটিং করছিল। খবর পেয়ে নৌকা মার্কার কর্মীরা সাতটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে গেলে বিএনপির কর্মীরা তাদের মারধর করে এবং তাদের  মোটরসাইকেল ভাঙচুর শেষে  আগুন লাগিয়ে দেয়। অপরদিকে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, আওয়ামী লীগের কর্মীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ধানের শীষের কর্মী আবুল হাসেমের বাড়িতে হামলা চালায় এবং ঘরে আগুন লাগিয়ে দেয়। মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ব্যাপারে তিনি জানান, নৌকার কর্মীরা নিজেদের মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়। সদর থানর ওসি আশিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কর্মীরা ভোট চাইতে গেলে বিএনপির কর্মীরা তাদের আটক করে কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান বলেন, বড়গাঁও ইউনিয়নের চামেশ^রী এলাকায় দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে আব্দুর রহিমের দুটি খড়িঘর ও একটি ধানের পুঞ্জি পুড়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

সর্বশেষ খবর