মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে আরও একজনের মৃত্যু বগুড়া-ব্রাহ্মণবাড়িয়ায় মামলা

নির্বাচনী সহিংসতা

প্রতিদিন ডেস্ক

রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। এ নিয়ে নির্বাচনের আগের রাত থেকে গতকাল পর্যন্ত ২২ জনের মৃত্যু হল। এছাড়া বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় নিহতের ঘটনায় মামলা হয়েছে। রাজশাহী : প্রতিপক্ষের হামলায় আহত ইসমাইল হোসেন (৪৯) নামে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে রাজশাহী মেডিকেলে মারা যান তিনি। নিহত ইসমাইল গোদাগাড়ী উপজেলার পালপুর-ধমরপুর গ্রামের আজাহার আলীর ছেলে। এ নিয়ে নির্বাচনী সহিংসতায় শুধু রাজশাহীতে তিনজনের মৃত্যু হলো। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় রাজমিস্ত্রি ইসরাইল নিহতের ঘটনায় মামলা হয়েছে। ইসরাইলের বাবা সাঈদ মিয়া রবিবার রাতে সদর থানায় মামলাটি করেন। আসামি করা হয়েছে সদর উপজেলা বিএনপি নেতা জহির মেম্বারসহ ৩৫ জনকে। এছাড়া ৪০০-৫০০ জনকে করা হয়েছে অজ্ঞাত আসামি। উল্লেখ্য, রবিবার ভোট চলাকালে সদর উপজেলার রাজঘর কেন্দ্রে সহিংস ঘটনায় পুলিশের গুলিতে মারা যান ইসরাইল। সিলেট : ভোট কেন্দ্রে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেলের (২৬) লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোহেল বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। নোয়াখালী : নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে ভোট কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য নূর নবীর দাফন সম্পন্ন হয়েছে। বগুড়া : কাহালু উপজেলায় নির্বাচনের দিন সংঘর্ষে যুবলীগ নেতা আজিজুর রহমান নিহতের ঘটনায় বিএনপি ও জামায়াতের ২১ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। এ মামলায় পুলিশ বিএনপির তিনজনেকে গ্রেফতার করেছে। গাজীপুর : ভোট কেন্দ্রের কাছে নগরীর হাড়িনাল এলাকায় রবিবার লিয়াকত হোসেন খুনের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। হাড়িনাল এলাকা থেকে গতকাল তাদের আটক করে পুলিশ।

সর্বশেষ খবর