মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হামলা সংঘর্ষে যুবলীগ কর্মীসহ তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৫) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। উপজেলার কলেজ রোডের ভূঁইয়া পাড়া এলাকায় গতকাল বিকালে এ ঘটনা ঘটে বলে জানান সীতাকু- থানার ওসি দেলোয়ার হোসেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জাননা, গুরুতর আহত অবস্থায় সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাটকে বিকালে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিস্তারিত জানা যায়নি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গতকাল প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। উপজেলার গোয়ালনগর ইউপির রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বজলু মিয়া (৮০) ও রাফিজা বেগম (২৫)। স্থানীয়রা জানায়, গ্রামের অ্যাড. জাহাঙ্গীর মিয়া ও মেরাজ মিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে সোমবার বিকালে এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জমিতে কাজ করার সময় রামপুর গ্রামের বজলু মিয়াকে (৮০) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একই গ্রামের দরবেশ মিয়ার মেয়ে রাফিজা (২৫) ওপর হামলা চালালে তিনিও মারা যান। আহতদের মধ্যে একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর