বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিএনপির ৭ শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে ৪ মামলা

দুই মামলায় প্রধান আসামি গউছ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বিএনপির সাত শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুই মামলায় প্রধান আসামি করা হয়েছে একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্ট প্রার্থী জি কে গউছকে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনে বাধা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় শতাধিক নেতা-কর্মীর নামে দুটি মামলা করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে আওয়ামী লীগ কর্মী দাবি করে আরও দুই ব্যক্তি শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছেন। উভয় মামলায় ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে। একটি মামলার বাদী সদর উপজেলার তেতৈয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার তৈয়ব আলী এবং অপর মামলাটি করেন শহরের শায়েস্তানগরের আশরাফ আহমেদ হারুন। দুটি মামলাই মঙ্গলবার সদর থানায় করা হয়। পুলিশ জানায়, শহরের গরুর বাজার এলাকায় সওদাগর কৃষ্ণধন প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার মামলাটি করেন। মামলায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কোহিনুর আলমসহ বিএনপির ৫৩ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে। শহরতলির তেতৈয়া এলাকায় ব্যালট বাক্স ছিনতাই, পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে করা হয়েছে আরও একটি মামলা। সোমবার রাতে সদর থানার এএসআই রিপন মামলাটি করেন। এতে ইউপি মেম্বার বাছিত মিয়াসহ ৯৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করা হয়।

বগুড়ায় আসামি ৪৫ : নিজস্ব প্রতিবেদক-বগুড়া জানান, শেরপুর উপজেলায় নির্বাচনী সহিংসতার ঘটনায় থানায়  মামলা হয়েছে। উপজেলার কুসুম্বী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম গতকাল  মামলাটি করেন। শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম  জানান, অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সর্বশেষ খবর