শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঘটন-অঘটনে বছর বিদায় প্রাপ্তি সিটি করপোরেশন

সৈয়দ নোমান, ময়মনসিংহ

ঘটন-অঘটনে বছর বিদায় প্রাপ্তি সিটি করপোরেশন

চার দিন আগে শুরু হয়েছে খ্রিস্টীয় নববর্ষ ২০১৯। সেই সঙ্গে ময়মনসিংহবাসী ফেলে এসেছে বহু ঘটন-অঘটনের ২০১৮ সালকে। গেল বছরটিতে ময়মনসিংহে রাজনৈতিকভাবে যেমন প্রাপ্তি ছিল তেমনি ছিল অনাকাক্সিক্ষত ঘটনায়। ক্রিড়াঙ্গনও ছিল আলোচনায়। আলোচিত ঘটনার মধ্যে ময়মনসিংহবাসীর বড় প্রাপ্তি ছিল সিটি করপোরেশন। গত বছরের ১৪ অক্টোবর ময়মনসিংহ পৌরসভার ৩২টি মৌজা নিয়ে প্রতিষ্ঠা করা হয় সিটি করপোরেশন। এর দুই দিন পর পৌরমেয়র ইকরামুল হক টিটুকে নবগঠিত সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। আলোচনায় ছিল ময়মনসিংহের ভালুকায় ২৫ মার্চ মধ্যরাতে ছয়তলা ভবনের বিস্ফোরণের ঘটনাটিও। এ ঘটনায় প্রথমে তৌহিদুল ইসলাম (২৫) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও আরো তিন ছাত্র দ্বগ্ধ হন। ঢাকা মেডিকেলে মারা যান আহতরা। রাজনৈতিকভাবে দুটি হত্যাকা- আলোড়ন সৃষ্টি করেছিল। ২৫ ফেব্রুয়ারি রাতে খুন হন ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন। অন্যদিকে ৩১ জুলাই শহরতলির আকুয়া এলাকায় মহানগর যুবলীগ সদস্য সাজ্জাদ আলম শেখ আজাদ ওরফে আজাদ শেখকে (৪০) গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন নারীসহ ২৮ জন। বছরজুড়ে সড়কে প্রাণ যায় শতাধিক মানুষের। ঢাকায় বাসচাপায় পা হারানো গৃহকর্মী রোজিনার মৃত্যু নিজ গ্রাম ধোবাউড়াবাসীকে বেদনাসিক্ত করে। ক্রীড়াঙ্গনে ঝড় তুলে ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে তার স্ত্রী সামিয়া শারমিন উষার নারী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে আদালতে করা মামলা।

সর্বশেষ খবর