শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সড়কে ঝরল সাত প্রাণ

প্রতিদিন ডেস্ক

ছুটির দিনে ছয় জেলায় সড়ক দুর্ঘটনার প্রাণ হারিয়েছেন সাতজন। গতকাল শুক্রবার বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

সাভার : ঢাকার সাভারের আশুলিয়ায় বালুবাহী ট্রাক চাপায় রিকশাচালক ও এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত পথচারীর নাম মৌসুমি আক্তার (২২)। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তারা হলেন- জাহের আলী (৬০), চান্দু বিবি (৬৫), ফরহাদ আলী (২৫), রাজীব আল হাসান (১৬), মুছা মিয়া (৭৭)।

 

বগুড়া : ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় শুক্রবার বিকাল ৩টায় কোচের চাপায় দুলাল হোসেন (২৫) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। এ সময় ট্রলির সহকারী আলামিন (২৩) আহত হয়। নিহত দুলাল জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

লালমনিরহাট : কালীগঞ্জ উপজেলায় যাত্রিবাহী বাসের ধাক্কায় মহিলা নেছা (৮৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা নেছা ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের জশাই শেখের স্ত্রী। নরসিংদী : মাধবদীতে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৬০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী ইসলাম সিএনজি স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল ঢাকার মতিঝিল এলাকায় বসবাস করেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাদল মিয়া (৪০) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়। শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া নগর জলফই এলাকার মৃত জহিরুল মাস্টারের ছেলে। তিনি টাঙ্গাইল পূর্বাঞ্চল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাইক্রোবাস চাপায় জহিরুল হক ভূঁইয়া (৭০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার তিনলাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জহিরুল হক উপজেলার সৈয়দাবাদ এলাকার আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে এবং স্থানীয় বাদৈর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন এক বছর আগে।

সিরাজগঞ্জ : পাবনা-বগুড়া মহাসড়কের সিরজগঞ্জের উল্লাপাড়ায় কাঠালতলায় চাকা খুলে যাত্রীবাস খাদে পড়ে অন্তত ১৫জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর