রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খাটরা গ্রামে আতঙ্ক কাটছে না চলছে বিজিবি-পুলিশ পাহারা

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) নির্বাচনী এলাকায় ভোটপরবর্তী বেশ কিছু সহিংস ঘটনার পর আক্রান্ত গ্রামগুলোয়, বিশেষত খাটরা গ্রামে এখনো আতংক কাটছে না। তাই, এলাকার জননিরাপত্তায় বিজিবি ও পুলিশ পাহারা চলছে। সহিংসতার অভিযোগে এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের অভিযোগ সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী কাজী জাফরউল্লাহর (আওয়ামী লীগ) সমর্থক কাউলিবেড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম দুদু মিয়ার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ক্ষতিগ্রস্তরা বিজয়ী প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরীর (স্বতন্ত্র) সমর্থক। চেয়ারম্যান দুদু মিয়া তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো অসত্য বলে দাবি করেছেন। হামলার শিকার হওয়া পরিবারগুলো এখন মানবেতর দিন কাটাতে বাধ্য হচ্ছে। কয়েকটি পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনদের বাড়িতে থাকছেন। হামলার পর থেকে খাটরা গ্রামে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও এপিবিএন মোতায়েন রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাটরা গ্রাম পরিদর্শন করেছেন মানবাধিকার কমিশনের হিরন্নময় বাড়ৈ। তার নেতৃত্বে একটি টিম স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামী লীগের পরাজিত প্রার্থী কাজী জাফরউল্লাহর সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোটের দিন থেকেই উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর