সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মা-ছেলেসহ সাত প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

মা-ছেলেসহ সাত প্রাণহানি

নেত্রকোনায় বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এছাড়া পাঁচ জেলায় সড়কে প্রাণ গেছে আরও পাঁচজনের। শনিবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নেত্রকোনা : সদর উপজেলার গদাইকান্দি এলাকায় বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। তারা হলেন- সিএনজিচালিত অটোরিকশাযাত্রী তানিয়া আক্তার (৩০) ও তার ছেলে মোমেন মিয়া (৮)। এ ঘটনায় আহত হয়েছেন নিহত তানিয়ার আরেক মেয়ে হাবিবা আক্তার (১৫)। গতকাল সকালে নেত্রকোনা-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মা-ছেলের লাশ নেত্রকোনা সদর হাসপাাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত হাবিবা আক্তারকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। হতাহতদের বাড়ি আটপাড়া উপজেলার সুনাজোর গ্রামে। স্থানীয় জালাল উদ্দিন জানান, তার বাড়িতে বিয়ের দাওয়াতে তানিয়া ছেলে মেয়েকে নিয়ে ঢাকা থেকে ট্রেনে নেত্রকোনা আসেন। সকালে নেত্রকোনা থেকে অটোরিকশায় আটপাড়া যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের অটোরিকশাকে চাপা দেয়। চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুরের হোগলা নামক স্থানে গতকাল সকালে বাসের ধাক্কায় মারা গেছে ইব্রাহিম (৭) নামে এক শিশু। ইব্রাহিম হোগলা লেবু বাজার মিস্ত্রীপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।নাটোর : নলডাঙ্গা উপজেলায় ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত শরিফুল ইসলাম শরিফ (২৮) কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের সহকারী স্বাস্থ্য কর্মী ছিলেন। গতকাল দুপুরের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমনিরহাট : আদিতমারী উপজেলায় মাহিন্দ্রের ধাক্কায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। রংপুর কাকিনা সড়কের তিস্তা দ্বিতীয় সেতু এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। শরিফুল ইসলাম রংপুরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা। তিনি আদিতমারী সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গাজীপুর : ঘোড়াশাল-কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কে কালীগঞ্জ পৌরসভার কাপাসিয়া মোড় এলাকায় নিয়ন্ত্রণ ভোরে কয়লাভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকচালক টিপু শেখ (২২) নিহত হয়েছে। পীরগঞ্জ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম দুলাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি পীরগঞ্জ উপজেলার বাদ নোহালী গ্রামে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর