শিরোনাম
সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

লঞ্চের পেছনে লঞ্চের ধাক্কা এক যাত্রী নিহত, আহত ৫

তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-ঢাকা নৌ রুটে মেঘনা নদীতে লঞ্চের পিছনে ধাক্কা দেয় অপর একটি লঞ্চ। এতে এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব পালোয়ান (২০) মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের রাজ্জাক পালোয়ানের ছেলে। সাকিবের স্বজন হুমায়ুন জানান, শনিবার রাত ৯টার দিকে যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দর থেকে এমভি এ্যাডভেঞ্চার-৯ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। নদীতে পানি কম থাকায় গভীর রাতে লঞ্চটি মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীর তীরে নোঙর করে রাখে। রাত ২টার দিকে বরগুনা থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-৬ লঞ্চ এ্যাডভেঞ্চার-৯ এর পেছনে আড়াআড়িভাবে ধাক্কা দেয়। এতে লঞ্চের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পিছনের দিকে টয়লেটে থাকা সাকিব নিহত  ও অপর পাঁচ  যাত্রী আহত হন। এদিকে ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল বিকালে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. নুরুজ্জামানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিতে নৌ পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং বিআইডব্লিউটিএ’র একজন কর্র্মকর্তাকে সদস্য করা হয়েছে।

সর্বশেষ খবর