মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অগ্নিদগ্ধ হয়ে তিনজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

রাজশাহী, গাইবান্ধা ও ঝিনাইদহে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রবিবার রাতে মনোয়ারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। মনোয়ারা অগ্নিদগ্ধ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি তানোর উপজেলার শঙ্করপুর এলাকার বাসিন্দা। মনোয়ারার মেয়ে স্বপ্না জানান, গত ৩০ ডিসেম্বর সকালে তার মা রান্না করছিলেন। এ সময় শাড়ির আঁচলে আগুন ধরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এদিকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর গ্রামে রবিবার রাতে আগুন পোহাতে গিয়ে পুড়ে মারা গেছেন সমস্তভান বেওয়া নামে এক বৃদ্ধা। তিনি রসুলপুরের জব্বার আলীর স্ত্রী। ঝিনাইদহ : মহেশপুরে আগুনে পুড়ে রবিন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রবিন মহেশপুর উপজেলার হুদা-শ্রীরামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। রবিবার রাতে খড়কুটো দিয়ে আগুন ধরিয়ে শীত নিবারণের চেষ্টার সময় তিনি অগ্নিদগ্ধ হন।

 

সর্বশেষ খবর