বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অরক্ষিত গ্যাস পাইপে আতঙ্কে ৯ গ্রামের মানুষ

কুমিল্লা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুরেরকান্দা বিলে ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে গ্যাস ট্রান্সলেশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) প্রায় ১৫০ ফুট পাইপ তিন বছর ধরে ঝুলন্ত অবস্থায় আছে। এতে আতঙ্কে রয়েছে আশপাশের ৯টি গ্রামের মানুষ। গ্রামগুলো হচ্ছে নবীপুর, নবীপুরেরকান্দা, মধ্যনগর, সোলাপুকুরিয়া, বাহারামেরকান্দা, মুরাদনগর, রহিমপুর, ছিলমপুর ও মোচাগড়া।

স্থানীয়রা জানান, ১০ বছর আগে নবীপুর গ্রামের এক লোকের কাছ থেকে বাহারামেরকান্দা গ্রামের আনু মিয়া জমিটি ক্রয় করেন। তিনি মারা গেলে তার ছেলে হোসেন মিয়া তিন বছর আগে ড্রেজার মালিকের কাছে এ জমির মাটি বিক্রি করে দেন। মাটি খনন করা অবস্থায় গ্যাস পাইপটি ভেসে উঠলে এলাকাবাসী খননে বাধা দেয়। হোসেন মিয়া বাধা না মেনে ড্রেজার মালিককে দিয়ে জমির পুরো মাটি কেটে ফেলেন। সংশ্লিষ্ট গ্যাস অফিস থেকে গত তিন বছরে কয়েক দফায় লোকজন এসে দেখে গেলেও তারা পাইপটির বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। কৃষক গনি মিয়া বলেন, ‘তিন বছর ধরে এই গ্যাস পাইপের ভয়ে নবীপুরেরকান্দা বিলে জমি চাষ করা বন্ধ কইরা দিছি। হুনছি এইডা ছুটলে নাকি কেয়ামত হইয়া যাইবো।’ গ্যাসের কাজে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, ১৭ ইঞ্চি পুরো এই পাইপটির ভিতর দিয়ে ৩২ হাজার ঘনফুট গ্যাস সরবরাহ হয়ে থাকে। কোনো কারণে পাইপটি ভেঙে বা লিকেজ হয়ে বিস্ফোরিত হলে আশপাশের ৮-১০ গ্রামের মানুষ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। দেবিদ্বার গ্যাস অফিসের সহকারী ইঞ্জিনিয়ার অতুল কুমার বলেন, ‘নবীপুরেরকান্দায় যে লাইনটি তা বাখরাবাদ গ্যাসের আওতাভুক্ত নয়। লাইনটির মূল কর্তৃপক্ষ হচ্ছে গ্যাস ট্রান্সলেশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। এখানে আমাদের কিছু করার নেই’।

সর্বশেষ খবর