শিরোনাম
বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ছাত্র নির্যাতনের অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

গফরগাঁওয়ে পুলিশের বিরুদ্ধে সারোয়ার জাহান ইপেল নামের এক কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ইপেলের বাবা বারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ও উপজেলা যুবলীগ এই নির্যাতনের অভিযোগ তুলেন। এ ঘটনার প্রতিবাদে থানার ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ট্রেন চলাচলেও বাধা দেওয়া হয়। জানা যায়, গতকাল দুপুরে ইসলামিয়া সরকারি হাইস্কুলের গেটের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিল। এ সময় ইপেল ও তার বন্ধু ইয়াহিয়ার মোটরসাইকেল গতিরোধ করে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান এসআই রুবেল। এ নিয়ে ইপেল ও ইয়াহিয়ার সঙ্গে এসআই রুবেলের হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ইপেলের বাবা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন,  আমার ছেলেকে মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাবার পরও ৫/৬ জন পুলিশ সদস্য আবারও বেধড়ক পেটায় ইপেল ও তার সঙ্গী ইয়াহিয়াকে। উপজেলা যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন পলাশ বলেন, গফরগাঁও থানার ওসি, এসআই বাপ্পা, এসআই রুবেলের হয়রানির প্রতিবাদে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবহন শ্রমিকরা যানবাহন চলাচল বন্ধ রাখে। এ বিষয়ে জানতে চাইলে গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলেও রিসিভ করেননি।

সর্বশেষ খবর