বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তিন জেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিদিন ডেস্ক

কুমিল্লা, বরিশাল, ঠাকুরগাঁও ও টাঙ্গাইলের সখীপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের খবর-

কুমিল্লা : নগরীর টমছম ব্রিজ আঞ্জুমান মফিদুল ইসলাম কুমিল্লা শাখায় গতকাল দরিদ্র, অসহায় ও পঙ্গু শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আবুল হাসানাত বাবুল ও শাহ মো. আলমগীর খান। এ সময় উপস্থিত ছিলেন, অ্যাড নেয়ামত উল্লাহ, এমএ হালিম, হেলেনা জাহাংগীর, শেখ জহির উদ্দিন দোলন, কাজী আবুল হাসেম, নাসির উদ্দিন আহমেদ, সাজ্জাদ হোসেন প্রমুখ। বরিশাল : মেহেন্দিগঞ্জ উপজেলায় ১০০ দরিদ্রকে কম্বল দেওয়া হয়েছে। কোডেকের উদ্যোগে গতকাল উপজেলা সদরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মুকিম তালুকদার, ইউপি সদস্য আবুল হোসেন মাস্টার, মোসাম্মত রাশিদা আনোয়ার, আল মামুন তালুকদার, শওকত আলী ও বলরাম মহলদার। ঠাকুরগাঁও : এমজেএল বাংলাদেশ লি. শহরের পুরাতন বলাকা হল এলাকায় ৭০০ দুস্থ পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করে। এ সময় পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম, কোম্পানির কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, ফজলে লোহানী, সুদাম সরকার, আব্দুল মজিদ আপেল প্রমুখ উপস্থিত ছিলেন। সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মঙ্গলবার রাতে শীতের রাতে বয়স্ক, অসহায় ও দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিয়েছেন ইউএনও আমানুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা এরশাদুল আলম প্রমুখ।

সর্বশেষ খবর